ইতিবাচকতা, সুখবোধ, আশাবাদ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাপিনেস ক্লাবের সদস্য সংগ্রহ চলছে।
৫ জুন ২০২৩ পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানের বুথে সংগঠনটির সদস্য সংগ্রহের আবেদন ফর্ম পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনে সদস্য সংগ্রহের ফর্ম পূরণ করেও সদস্য হওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীরা সংগঠনটির সদস্য হতে পারবেন।
৮ জুন বৃহস্পতিবার বিকালে টিএসসি অডিটোরিয়ামে সদস্যদের নবীনবরণ ও হ্যাপিনেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
‘পজিটিভিটি ব্রিঙস হ্যাপিনেস’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও সুখবোধ নিশ্চিত করতে ২০১৮ সালের ২৮ নভেম্বর যাত্রা শুরু হয় সংগঠনটির।
সংগঠনটি ইতিবাচকতা, সুখবোধ, আশাবাদ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে বছরব্যাপী বিভিন্ন সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে থাকে।
‘মনচিঠি’ শিরোনামে সংগঠনটি ২০২০ সালের মে মাস থেকে অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।
ক্লাবটির মডারেটর হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এবং কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক এবং টিএসসির ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হক ম্যাম।
ক্লাবটির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুখলিসুর রহমান মাহিন।
• ক্লাবের ওয়েবসাইট
• ফেসবুক পেজ
• ফেসবুক গ্রুপ (পাবলিক)
• মনচিঠির ফেসবুক পেজ
⦿ যোগাযোগ :
01841 21 52 71 – 72 (অফিসিয়াল)
01861 98 78 40 (নাহিদুল ইসলাম, সেক্রেটারি)
বন্ধু/সদস্য হতে কল করুন : 01841 21 52 71 – 72
Thank you! An abundance of knowledge!
Great beat ! I wish to apprentice while you amend your site,
how could i subscribe for a weblog web site? The account helped me
a appropriate deal. I have been tiny bit acquainted of this your broadcast provided shiny clear concept