দিনের পর দিন ওনাদের চিল্লাচিল্লি, মারামারি, ঝগড়াঝাটিতে আমি অতিষ্ট হয়ে যাচ্ছি | মনচিঠি টেক্সট-৪৫ 💌 বিশেষ করে ওদের কাপল ছবি দেখতে দেখতে | মনচিঠি টেক্সট-৪০ 💌 এরপর থেকেই মনে হতে লাগলো ঐ মেয়েটা আমার চেয়ে বেশি ইম্পোর্টেন্স পাচ্ছে | মনচিঠি টেক্সট-৩৯ 💌 মনে হচ্ছে এই সব কিছু যা খারাপ হচ্ছে সব কিছু আমার জন্য হচ্ছে ওই মেয়েটার সাথে আর কখনোই রিলেশনে যেতে চাইনা আমরা দুজনেই ছোট ছিলাম তাই তখন ধর্মের ব্যাপারটা নিয়ে অতো ভাবিনি সে বিবাহিত জেনেও তার ওপর প্রচন্ড দূর্বল হয়ে পড়ি, আমি তাকে ভালোবাসি আমার কিছুই মনে থাকে না, এমনভাবে থাকে না যেন ওই জিনিস আমার সাথে হয়ই নাই 📮 আমি সবার সাথে মিশতে পারি না তাই আমার বন্ধু কম আমার যোগ্যতা নিয়ে হীনমন্যতায় থাকি 📮 Sometimes when i share my problems they make fun of myself 📮 সারারাত না ঘুমিয়ে চলে যায় 📮 বারবার মনে হয় আমি মারা যাচ্ছি 📮 রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না 📮 আমি অতিরিক্ত সন্দেহপ্রবণ মানুষ 📮 ভেতর ভেতর প্রতিশোধ নেবার চেষ্টা করি