☎️ ভয়েস কলে কাউন্সেলিং/মানসিক স্বাস্থ্যসেবা

📞 ভয়েস কলে কাউন্সেলিং/মানসিক স্বাস্থ্য পরামর্শ পেতে এখানে ক্লিক করে গুগল ফর্মটি পূরণ করতে হবে।

অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাপিনেস ক্লাব ‘মনচিঠি’ শিরোনামে ২০২০ সালের মে মাসে এই বিভাগটি চালু করেছে।

গুগল ফরম, ইমেইল আইডি, ফেসবুক পেজ এবং সেলফোন নম্বর বা যেকোনভাবে কেউ মানসিক চাপ/দুশ্চিন্তা/সমস্যার কথা আমাদের জানালে ‘মনচিঠি’র দক্ষ কাউন্সেলর টিম কোন প্রকার জাজমেন্টাল না হয়ে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আন্তরিকতার সাথে শোনেন/পড়েন এবং যত্নের সাথে পরামর্শ দিয়ে থাকেন।

• সহায়তা প্রত্যাশীরা নিজেদের সকল তথ্য গোপন রেখেও ‘মনচিঠি’তে তাদের সমস্যার কথা জানাতে পারেন।

‘মনচিঠি’তে দেয়া মানসিক স্বাস্থ্য সহায়তা প্রত্যাশী সকলের তথ্যই নিরাপদ।